খবর৭১:কাজী শাহ্ আলম,হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি ঃলালমনিরহাটের হাতীবান্ধায় আটক জেএমবি’র নারী সদস্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরোজ নিনার ২ দিনের বিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুল ইসলাম, গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আফাজ উদ্দিন ২ দিনের বিমান্ড মঞ্জুর করেন।
গত ৪ এপ্রিল বুধবার রাতে গোপন বৈঠক চলাকালীন সময়ে সাদিয়া আফরোজ নিনা (২৪) নামে জেএমবির আন্তর্জাতিক নারী নেটওয়ার্কের সদস্য সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ ধুবনী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিনার বিরুদ্ধে হাতীবান্ধা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হয়।এ দিকে সাদিয়া আফরোজ নিনা গ্রেফতারের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষতাকে সাময়িক ভাবে বহিস্কার করেছেন।
খবর৭১/জি: