খবর৭১:কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। রাজধানীর পান্থপথ, তেজগাঁও, ফার্মগেট, মিরপুর রোড অবরোধ করেছেন প্রধানত বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়িচলাচল বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও সীমিতভাবে চলাচল করছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নিচ্ছেন।
খবর৭১/জি: