খবর৭১: নিজের ক্যান্সার হওয়ার ভুয়া খবর রটিয়ে পারিবারিক বন্ধুদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে বিপাকে পড়েছেন এক অস্ট্রেলীয় নারী। দেশটির আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।
চিকিৎসার কথা বলে হান্না ডিকেনসন নামে ২৪ বছর বয়সী ওই নারী ৪২ হাজার অস্ট্রেলীয় ডলার নিয়েছেন পরিচিতদের কাছ থেকে।
তার পরিবারও বলেছে, মারাত্মক ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দিতে হবে।
মেয়ের শরীরে প্রাণঘাতী রোগ বাসা বেঁধেছে খবর ছড়িয়ে তার বাবা-মা পারিবারিক বন্ধুদের কাছ থেকে এই অর্থ হাতিয়েছেন।
এটিকে ঘৃণ্য অপকর্ম বলে মন্তব্য করেছেন বিচারক।
প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার সাতটি অভিযোগে মেলবোর্নের ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ডিকেনসন।
সাজার রায়ে ম্যাজিস্ট্রেট ড্যাভিড স্টারভাগ্গি বলেন, ডিকেনসন এমন এক অভিনয় করেছেন যে তার মর্মস্পর্শী আবেদন ও চোখের পানিতে মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। তিনি মানুষের সঙ্গে সামাজিক আস্থার জায়গাটি নষ্ট করে দিয়েছেন। অথচ মানুষ তাকে বিশ্বাস করে গাঁটের পয়সা তার চিকিৎসার জন্য দিয়েছিলেন।
নিজের ক্যান্সারের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এক ব্যক্তি ডিকেনসনকে ১০ হাজার ডলার দিয়েছিলেন বলে জানিয়েছেন আদালত।
এ ছাড়া আরও এক ব্যক্তি বিভিন্ন সময়ে তাকে অর্থ সহায়তা করেছিলেন।
এর পর ফেসবুকে পোস্ট করা ডিকেনসনের ছবি দেখে এক ব্যক্তি সন্দেহপোষণ করে পুলিশকে জানালে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যায়।
খবর৭১/এস: