বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করা হবে না: প্রধানমন্ত্রী

0
385

খবর ৭১: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট না বসাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার (১০ এপ্রিল) একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এর আগে, গতকাল সোমবার, ২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করব। কিন্তু সেটা নেব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে, না নেবে জানি না।

এদিকে মঙ্গলবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার ও ভ্যাট প্রত্যাহারের জন্য আন্দোলনে নেমেছে। রাজধানীর বিভিন্ন জায়গার সড়ক অবরোধ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here