সোনারগাঁওয়ে ভুয়া প্রশ্নপত্র ফাঁস, আটক ১

0
326

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃতের নাম নূরনবী (১৭)। গতসোমবার রাতে উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দগাঁও এলাকায় র‌্যাব-১১ এর একটি টিম ওই অভিযান চাালিয়ে তাকে আটক করে।
নুরনবী সোনারগাঁও উপজেলার রাম গোবিন্দগাঁও গ্রামের মোক্তার হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সোনারগাঁও থানায় একটি মামলা রুজু হয়েছে।
র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায় গতসোমবার রাত ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার মোক্তার হোসেনের দক্ষিণ মুখি দোচালা টিনের ঘরের ভিতর হতে চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মো. নুরনবীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইলের তার তৈরি একটি আইডি পাওয়া যায়। এ আইডি থেকে ভুয়া প্রশ্নপত্র ছড়ানো হতো।
তিনি আরো জানান আটককৃতের ব্যবহৃত ইমো আইডি হতেও বিভিন্নজনকে ভুয়া প্রশ্নপত্র দেওয়া হতো।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here