কোটা সংস্কারে পরিকল্পিত ইন্ধন কাজ করছে : ওয়ার্কার্স পার্টি

0
348

খবর৭১:ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, দেশের ছাত্র আন্দোলনের চরম মুহূর্তে ভিসির ওপর মুখোশধারীদের আক্রমণ এবং বাসভবন ভাঙচুরের কোনো নজির নেই। ওয়ার্কার্স পার্টি মনে করে এ ঘটনার পেছনে পরিকল্পিত ইন্ধন কাজ করেছে।

সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর পক্ষ থেকে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয় পার্টি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, বেশ কিছুদিন ধরে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলনরত তরুণদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ও গতকাল কোটা বিরোধী আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন আক্রমণ, অগ্নিসংযোগ ও বাড়ির আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে।

একপর্যায়ে ভিসি তার ও তার পরিবারের প্রাণ সংহারের পরিস্থিতি সৃষ্টি হয়। কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে ওয়ার্কার্স পার্টি বলেছে যে, এই আন্দোলনের দাবি প্রথম থেকেই স্পষ্ট নয়। কখনো ‘কোটা বাতিল’ কখনো সংস্কারের কথা বলা হচ্ছে। ওয়ার্কার্স পার্টি আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here