সুনামগঞ্জের উপজেলার হাওরের ব্রি-২৮ জাতের ধান ব্লাস্ট রোগে আক্রান্ত

0
260

সুনামগঞ্জের :উপজেলা হাওরের ব্রি-২৮ জাতের ধান ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। ক্রমশই এ রোগ বিস্তার লাভ করায় চিন্তিত হয়ে ওঠেছেন কৃষকরা। কৃষকরা বলেছেন,‘ফসল ভাল হলেও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের গোছা ( গোটা আসা ধানের গোছা) সাদা হতে থাকায় তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে।’ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দায়িত্বশীলরা বলেছেন,‘ব্লাস্ট ভাইরাস থেকে ধান রক্ষা করতে প্রচারপত্র বিলিসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা হাওরে গিয়ে ওষুধ স্প্রে করার পরামর্শ দিচ্ছেন।’ কৃষি কর্মকর্তারা অবশ্য বলেছেন,‘ধান গাছ একটি পর্যায়ে আসার পর (ধানের গোটা আসার পর) ওষুধ স্প্রে করলে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যায় না, কিন্তু ২-৩ দিন বৃষ্টি হলেই এই ভাইরাস থাকবে না।’ কৃষি কর্মকর্তাদের দাবি পুরো জেলায় এই পর্যন্ত ১২০ হেক্টর জমির ধান ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হয়েছে। কৃষকদের দাবি আক্রান্ত জমির পরিমাণ আরো অনেক বেশি।
সরেজমিন হাওর ঘুরে দেখা গেছে, ‘কেবল ব্রি-২৮ জাতের ধানই ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হচ্ছে। জমিতে চাষ করা ব্রি-২৮ ধানের শীষ (ধানের গোটা) বের হওয়ার পরই শীষ হলুদ রং ধারণ করে সাদা হয়ে যায়। আর শীষের নীচের অংশের গিঁটের ভেতর কালো রং ধারণ করে। ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত শীষে ধান হয় না। সব ধানই সাদা রং ধারণ করে চিটা হয়ে যায়।
খবর ৭১/ই :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here