সন্ত্রাস দমনে বাংলাদেশের পাশে রয়েছে ভারত : বিজয় গোখলে

0
414

খবর ৭১ঃ ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে বলেছেন, ভারত-বাংলাদেশ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। ভারত দুই দেশের মানুষে মানুষে যোগাযোগকে সবচেয়ে গুরুত্ব দেয়।

দুই দেশের সম্পর্ক এখন সর্বোচ্চ উচ্চতায়।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

দুই দেশের এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক, ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

বিজয় কেশব গোখলে আরো বলেন, ভারত শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সংকটের সমাধান চায়। এ জন্য তারা মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশকেই সহযোগিতা করছে।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, দ্বিপক্ষীয় বিষয়ের ৫৫টি ইস্যুতে আলোচনা হয়েছে। যার মধ্যে রোহিঙ্গা সংকট, তিস্তা ইস্যু, শিক্ষা, জ্বালানী ও উন্নয়নসহ সকল বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি সমাঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বৈঠকে এ ছাড়াও এ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি শুরু হয়। গতকাল ঢাকায় এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here