খবর ৭১ঃ কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপি আন্দোলন চলছে। এ দাবিতে আজ সকাল থেকে সারাদেশের প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। আজ সোমবার সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ ১৭১ সদস্যের কমিটি ঘোষণা করেছে। এ কমিটিতে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আর ক্লাস-পরীক্ষা বর্জনের ব্যাপারে সবাই একমত পোষণ করেন।
কমিটির যুগ্ম আহবায়ক নুরুল হক জানান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদে ১৭১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সারাদেশ থেকে শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে সাড়া দিয়েছেন। আমরা সবাই অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরিক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্তে অটল থাকবো।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো হলো-কোটা সংস্কার করে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটার শূন্য পদগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ, চাকরি পরীক্ষায় কোটা সুবিধা একবারের বেশি নয়, কোটায় বিশেষ নিয়োগ বন্ধ এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা অভিন্ন করতে হবে।
খবর ৭১/ইঃ