সরকারি হাসপাতালের ওপর আস্থা রাখুন, খালেদা জিয়াকে নাসিম

0
340

খবর৭১: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতাল বাদ দিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর আস্থা রাখতে বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ করে এ কথা বলেন।

এর আগে বেসরকারি একটি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার কথা জানিয়েছিল বিএনপি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো চিকিৎসার ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যা করা দরকার আমরা করছি, ইনশাআল্লাহ আমরা করব। এ ব্যাপারে কোনো ঘাটতি হবে না। তার সুচিকিৎসার সব ব্যবস্থা করবেন। কোনো যেন ঘাটতি না থাকে। তারা একটা বেসরকারি হসপিটালের কথা বলেছেন, আমি শুধু বলতে চাই, বঙ্গবন্ধু মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। এখানে অভিজ্ঞ ডাক্তার আছে, চিকিৎসক আছে। কারো প্রতি চিকিৎসার অবহেলার কোনো কারণ নেই। আপনি আস্থা রাখুন।’

ডাক্তারদের চিকিৎসা ব্যয় কমিয়ে সুচিকিৎসা দেয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনি দয়া করে অহেতুক টেস্টের পরিধি বাড়াবেন না। অহেতুক আপনি ওষুধের পরিধি বাড়াবেন না। যে ভালো ডাক্তার সে কম ওষুধ দিয়ে ভালো করতে পারেন। রোগ ধরতে হবে। রোগ ধরতে পারলেই তো সে ভালো ডাক্তার। রোগ না ধরে তো খালি পেমেন্ট করলে তো হবে না। এসব কিছু ওয়ার্নিং দিয়ে বন্ধ করেছি আমি।’

এ ছাড়াও এ বছরই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গ্রামেগঞ্জে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রামেগঞ্জে সয়লাব করে দেব ইনশাআল্লাহ, যেন ডাক্তার যাতে কম না থাকে।’

এ সময় তিনি বলেন, চিকিৎসার ব্যাপারে চিকিৎসক, রোগী ও তার স্বজনদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর পরামর্শ দেন এবং হামলা, ভাঙচুর ও ধর্মঘট না করার আহ্বান জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here