“কোম্পানীগঞ্জে গৃহবধু আগুনে পুডে হত্যা মামলার আসামী আটক”

0
366

শাহাদাত হোসেন সজলঃ নোয়াখালী কোম্পানীগঞ্জে গৃহবধু কে আগুনে পুড়িয়ে হত্যা মামলার আসামী মোঃ মিজান (৩৮) কে আটক করেছে পুলিশ।
মৃত্যুকালে জবান-বন্দীর অন্যতম আসামী মোঃ মিজান।
শুক্রবার কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক ‘এস.আই’ মোঃ ইসমাইল ও ‘এস.আই’ ইউ-কে-সিং মারমা উপজেলার পৌরসভা বসুরহাট বাজার থেকে তাকে আটক করে। আটককৃত মোঃ মিজান (৩৮) বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর ফারুক এর বাড়ির ছায়দল হক’র ছেলে।

জানা যায়, কোম্পানীগঞ্জে গত ৪’ই জানুয়ারি গৃহবধু চান্দুনী কে তার স্বামী গায়ে কেরোসিন তৈল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়।
মামলা নং-৮, তাং-০৪/০১/২০১৮ইং।
গত ৪’ই জানুয়ারি বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড এর আলেয়ার মালিকানাধীন ভাডা বাসায় চান্দুনী’র সাথে এ ঘটনা ঘটে।
ঘটনার একদিন পর ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে চান্দুনী।
নিহত চান্দুনী তার মৃত্যুর আগে ভিডিও চিত্রের জবান-বন্দীতে মোঃ মিজান তার হত্যাকান্ডে জড়িত বলে একাধিকবার উল্লেখ করেন। কিন্তু কতিপয় অসাধু লোক মামলায় মোঃ মিজান নামে কোন আসামী’র নাম অন্তর্ভূক্ত হতে দেয়নি।
নিহত চান্দুনীর জবান-বন্দীর ভিডিও চিত্রের সূত্র ধরে মোঃ মিজান কে কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রায় ৩’মাস পর আটক করে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here