কুড়িগ্রাম প্রতিনিধি :
‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা সবার জন্য চিকিৎসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও স্বাস্থ্য মেলা, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
এ উপলক্ষে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম সদর হাসপাতালে এসে শেষ হয়। র্যালি শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে নিয়ে স্বাস্থ্যমেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। পরে ডক্টরস ক্লাব মিলনায়তনে সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো.জাফর আলী, পুলিশ সুপার মেহেদুল করিম, প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
খবর ৭১/ এস: