খবর৭১:আজকে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
দিনের তাপমাত্রা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আবাহওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
খবর৭১/জি: