ময়মনসিংহ ডিভিশন মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশনের অাহবায়ক কমিটি গঠন

0
314

অাব্দুল অাওয়াল,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ ডিভিশনের সকল মেডিকেল স্টুডেন্টসদের নিয়ে ময়মনসিংহ ডিভিশন মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের একটি অাহবায়ক কমিঠি গঠিত হয়েছে। রাজেশ বৈশ্যকে অাহব্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট অাহবায়ক কমিটি গঠন কর হয়েছে। সোমবার সকালে ধানমন্ডিতে সকল এ্যাকটিভ সদস্যদের উপস্তিতে এ কমিঠি গঠন করা হয়। এ কমিটিতে আহব্বায়ক-রাজেশ বৈশ্য
যুগ্ম- আহব্ববায়ক – মোঃ মাইদুল ইসলাম,
কেশব পাল,মোঃ আবু হুরাইরা রফি,মুহাইমিন আরাফ,আবু নাসের সবুজ,দেবাশীষ সাহা তন্ময়,জিয়ান পাঠান,
তুবা-উল- জান্নত মৌ,সুমি আক্তার,
সদস্য সচিব – মাসুদ পারভেজ
সদস্য – আব্দুল্লাহ আল কাফি,উজ্জ্বল কুমার সরকার,রোকাইয়া সুলতানা প্রিতি,মো: অাবু সাঈদ শরীফ,মো: অাবু সুফিয়ান, অাওলাদ তালুকদার মুগ্ধ,জিহাদ হাসান পিয়াস,ফাতেমা তুজ জোহরা তানিয়া,শামীম তসলিম রেজা,নয়ন চন্দ্র ঘোষ,মেহেদি হাসান ফিরোজ,ফাউজিয়া বিনতে অালম শায়লা,মো: মোস্তাফিজুর রহমান মিশু,নেয়ামতহোসেন,মো:অাশিকুর রহমান,অাহম্মদ সিয়াম,মুরাদ হাসান,জান্নাতুল নূর রহমান মিষ্টি,অমিত ঘোষ,মো: অাসাদুজ্জামান রিপনেরর নাম প্রকাশ করা হয়েছে।
এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা বহনকারী সেবামূলক সংগঠন হিসাবে বিগত ৫ বছর যাবত ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলার দরিদ্র মানুষেরর বিনামূল্যে চিকিৎসা সেবা ও অসহায় মানুষদের চিকিৎসায় সাহায্য করে আসছে। সম্প্রতি এই অরাজনৈতিক সংগঠনটি তাদের এই মহৎ কাজের সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করছে। উক্ত কমিটির নবনির্বাচিত আহবায়ক-রাজেশ বৈশ্য বলেন,
জেলা পর্যায়ে এমন সংগঠন থাকলেও বিভাগীয় পর্যায়ে এটাই প্রথম। অামরা এই সংগঠনেরর মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের সেবা করে যেতে চাই এবং ভবিষ্যতে অামাদের এই সেবা অব্যাহত থাকবে।
উল্লেখ্য এই সংগঠনটি ২০১৩ সালে রাজেশ বৈশ্যের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল।যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১৩০০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here