খবর৭১:ফাটল ধরেছে আফ্রিকা। কী শুনে অবাক হলেন? আরো বিশেষভাবে বলতে গেলে দক্ষিণ-পশ্চিম কেনিয়ায়।
নাইরোবি-নারোক হাইওয়ের একাংশ ভেঙে পড়েছে। এলাকার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, যুগ যুগ ধরে এক হয়ে থেকেছে আফ্রিকা। এবার সে দ্বিধাবিভক্ত হতে চাইছে।
লন্ডনের রয়্যাল হলোওয়ে এই নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। বলেছে এমন ঘটনা কিভাবে ঘটছে। তাদের মতে, পৃথিবী এখনও সবসময় পরিবর্তনশীল। এর অন্যতম বড় উদাহরণ প্লেটের স্থানান্তর। এই কারণেই আফ্রিকা ভেঙ্গে দুভাগ হচ্ছে৷ পৃথিবীপৃষ্ঠ একাধিক প্লেটে ভাঙ্গছে৷ এগুলি কোনওটিই স্থির নয়৷ প্রতিটির গতি রয়েছে৷ কিন্তু একেকটির গতি এক এক রকম৷ তবে এই নিয়ে এখনও বিতর্ক রয়েছে৷ পৃথিবীর অভ্যন্তরে যখন শক্তি তৈরি হয়, তখন তার প্রভাব এসে পড়ে প্লেটগুলোর উপর৷ তখনই ভূপৃষ্ঠে ফাটল দেখা দেয়৷ পূর্ব আফ্রিকাতেও তেমন ঘটনা ঘটেছে৷
উত্তরে গাল্ফ অফ অ্যাডান থেকে দক্ষিণে জিম্বাবুয়ে পর্যন্ত এই ফাটল দেখা দিয়েছে৷ আফ্রিকান প্লেটগুলিতে দুটি ভাগে ভেঙ্গে দিয়েছে৷ সোমালি ও নুবিয়ান প্লেটস৷ ইথিওপিয়া, কেনিয়া ও তানজানিয়ার মধ্যে বড়সড় ফাটল দেখা দিয়েছে৷
প্লেটগুলির মধ্য এখনও পর্যন্ত শুধু ফাটল দেখা দিয়েছে৷ যদি ফাটল কেন্দ্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আফ্রিকার একটি অংশ ভাগ হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে৷ এর ফলে ভৌগলিক অবস্থারও পরিবর্তন ঘটবে৷ পূর্ব আফ্রিকায় যে ফাটলটি ধরেছে মহাকাশ থেকেও সেটি স্পষ্ট দেখা যাচ্ছে৷ তবে প্রতিটি ফাটল এক সময় তৈরি হয়নি৷ বহু বছর ধরে ধীরে ধীরে ফাটলগুলি তৈরি হচ্ছিল৷ ক্রমশ তা সরছিল জিম্বাবুয়ের দিকে৷
যদি এই ফাটল থেকে লাভা নির্গত হয়, তাহলে এটি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আফ্রিকার মূল ভূখন্ড থেকে৷ তাহলে মাঝখানে তৈরি হবে একটি সমুদ্র৷
খবর৭১/জি: