ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ভবেরগাঁও-অরোণদয় গুচ্ছ গ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন ঐ যুবক অরোণদয় গুচ্ছ গ্রামের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবককে মানসিক ভারসাম্যহীনভাবে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঘোরাফেরা করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অজ্ঞাতনামা যুবককে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর ৭১/ এস: