রাকিব হাসান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপার পানপট্টির বুড়াগৌরাঙ্গ নদীতে নৌবাহিনীর পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদাবাজীর সময় পাচ জনকে আটক করেছে পুলিশ।
জেলেদের কাছ থেকে টাকা গ্রহনকালে এলাকাবাসীর সন্দেহ হলে গলাচিপা থানায় খবর দিলে এসআই জাকারিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহাম্মাদ আলী প্রশান্তসহ পাঁচ জনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে জেলেদের নিকট হতে গ্রহন করা নগদ তিন হাজার টাকা, চারটি মোবাইল সেট, দু’টি মোটরসাইকেল, আনুমানিক তিন মন কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করে।
গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই জাকারিয়া জানান, মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর ৭১/ এস: