ছাত্রলীগের হাতে লাঞ্চিত হওয়ার ঘটনায় নাট্যকর্মীর লিখিত অভিযোগ

0
251

রুমি নোমান ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের হাতে মারধরের শিকার নাট্যকর্মী আশরাফুল ইসলাম দোষিদের বিচার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ পত্র দিয়েছেন। বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের নিকট এ অভিযোগ পত্র জমা দিয়েছেন বলে জানান তিনি। প্রক্টর দোষিদের শাস্তির আওতায় আনার আশ্বস্ত করেছেন বলেও জানা তিনি।

ডাব খাওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয় আশরাফুল ইসলাম ও আর এক নাট্যকর্মী রুমন। হামলাকারী আবির, ইউসূফ, আফ্রসহ ১০-১২জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের অনুসারী।

দোষীদের বিচার দাবি করে আশরাফুল ইসলাম বলেন, ‘আমি একজন নাট্যকর্মী। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে থিয়েটারের সঙ্গে জড়িত। মূলত সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা তাদের শক্তির প্রকাশ ঘটানোর জন্য আমার উপর পরিকল্পিত হামলা করেছে। আমি বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে অভিযোগ পত্র জমা দিয়েছি। এর সুষ্ঠু বিচার হবে বলে তিনি আশ্বস্ত করেছেন ।’

হামলার ঘটনায় বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান শাওন বলেন, ‘ব্যক্তিগত ক্ষোভের রেশ নাট্যকর্মীর উপর আসাটা খুবই লজ্জা জনক। নাট্যকর্মীরা এভাবে হামলার শিকার হলে নতুন শিক্ষার্থীরা নিরুৎসাহিত হবে। ছাত্রলীগ আমাদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছে। কিন্তু এই ঘটনা মেনে নেয়ার মত নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

হামলার বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here