প্রতিনিধি চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মানবাধিকার রক্ষা ও নির্যাতন রোধের ধারণা ও প্রয়োগিকদিক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন ও জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন বিদেশে যারা কর্ম সংস্থানের জন্য যান তারা নানা ভাবে নির্যাতনের শিকার হন। তারপরও যাচ্ছেন বিদেশে। দেশে নারী ও শিশু নির্যাতন বেড়েছে অনেক। যা প্রতিরোধ করতে হবে সম্মিলিত চেষ্টায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার কলিমমুল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার ফরহাদ আহমেদ প্রমুখ। বিভিন্ন এনজিও, সামাজিক সংস্থার ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।