দর্শনা বন্দর দিয়ে চালু হলো দেশের প্রথম কনটেইনার ট্রেন সার্ভিস

0
819

চুয়াডাঙ্গা প্রতিনিধি ;
দর্শনা বন্দর দিয়ে চালু হলো দেশের প্রথম কনটেইনার ট্রেন সার্ভিস। এর ফলে ব্যবসা-বাণিজ্যে সুবিধা আরো বেড়ে গেল এ বন্দরে। এতে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। পাশাপাশি রাজস্ব আয় আরো বেড়ে যাবে এ বন্দরে।
একটি কনটেইনার ট্রেনে ৬০টি ই ইউ এস কনটেইনার পরিবাহিত হবে। প্রতিটি কনটেইনার সর্বোচ্চ ২০ মেট্রিক টন মালামাল দিয়ে বোঝাই থাকবে। মঙ্গলবার বিকেল ৫ টায় প্রথম ট্রেনে ৩০ টি কনটেইনারে ড্রাই ওয়েল কেক অর্থ্যাৎ সয়াবিন ভুষি আমদানি হয়েছে। পাবনার ঈশ্বরদীর আর আর পি এগ্রো ফার্ম কনটেইনারের মাধ্যমে ১১’শ ৪৭ মেট্রিন টন সয়াবিন ভূষি আমদানি করেছে। মঙ্গলবার দুপুরে সকাল ৯ টা ৩৫ মিনিটে ভারতের মাজেরহাট থেকে এ কনটেইনার সার্ভিস উদ্বোধন করে ভারতের রেলওয়ের কর্মকর্তারা। আজ বুধবার সকাল ৭টায় ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন হতে ছেড়ে যায়।
দর্শনা বন্দরে ট্রেনটি পৌছানোর সময় উপস্তিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সহাকারী পরিচালক (ইন্টার চেঞ্জ) কালিকান্ত ঘোষ ও ভারতের ইষ্টার্ণ রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (ইন্টারচেঞ্জ) শিয়ালদহ অশোক কুমার বিশ্বাস।
বাংলাদেশ রেলওয়ে দর্শনা স্টেশন হতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পর্যন্ত ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এরপর কনকর প্রতিনিধি /হ্যান্ডেলিং কন্ড্রাক্টর সড়কপথে কিংবা সুবিধাজনক পরিবহন ব্যবস্থার মাধ্যমে তা গন্তব্যে পৌছানোর কাজ সম্পাদন করবে। এতে দর্শনা বন্দর দিয়ে রেলওয়ের আয় এবং রাজস্ব আরো বহগুন বেড়ে যাবে।
এ কনটেইনার ট্রেন চালুর মাধ্যমে দু’দেশের ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারিত হবে। ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি করতে বিশেষ সুবিধা পাবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here