নড়াইলে মাদকব্যবসায়ীদের ২৬ জন আসামি আটক ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৫৬৫ পিচ ইয়াবা!

0
273

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে নড়াইল থেকে মাদক নির্মূল করার চেষ্টা করেই চলেছেন। তন্মধ্যে এই শাখায় কর্মরত এসআই জামারত একটি অনবদ্য নাম। তাঁর বুদ্ধিমত্তা ও পরিশ্রমের ফলে নড়াইল জেলা থেকে ইতোমধ্যে প্রচুর পরিমাণ মাদক, মাদকসেবী ও মাদকব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। বর্তমানে মাদকব্যবসায়ীদের নিকট তিনি এক মূর্তিমান আতঙ্ক। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে গৌরবদানকারী এই পুলিশ কর্মকর্তা ২০১৭ সালের ১৩ নভেম্বর থেকে চলতি বছরের ২২ মার্চ পর্যন্ত নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থেকে মোট ২৬ জন আসামি, ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৫৬৫ পিচ ইয়াবা আটক করেন। সুদক্ষ এই চৌকশ পুলিশ কর্মকর্তার দক্ষ অভিযান ও সঠিক টিম পরিচালনায় নেতৃত্বদানের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে বলে ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারা মনে করেন। নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর পরিদর্শক মোঃ আমিনুজ্জামান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় এর সাথে একান্ত সাক্ষাৎকারে জানান, এসআই জামারত তাঁর স্বীয় কর্মদক্ষতায় স্বল্প সময়ে নড়াইল থেকে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাছাড়া তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও আমার নিকট আসে নাই। তাছাড়া আমি নিজেও তাঁর সাথে বিভিন্ন অভিযানে অংশ নিয়েছি। এছাড়া এসআই জামারতের সাথে এসআই নয়ন পাটোয়ারী, এএসআই সোহেল, রাজ্জাক, আলমগীর, কামরুল, হাবিব, নাহিদসহ অনেকেই অভিযানে অংশ নিয়ে নতুন নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়। সত্যিই সে একজন চতুর চৌকশ পুলিশ অফিসার। তার মতো দক্ষ অফিসারের প্রয়োজন গোয়েন্দা শাখায় রয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, আমি সদ্য নড়াইলে যোগদান করেছি। এসআই জামারতের সম্পর্কে আমার নিকট তেমন কোনো তথ্য নেই। তবে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি। এছাড়াও তার কর্মদক্ষতার প্রচুর সুনাম রয়েছে বলে আমি জানতে পেরেছি। উল্লেখ্য যে, এসআই জামারত পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে অত্যন্ত সুনামের সাথে তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছেন। গোয়েন্দা শাখায় যোগদানের পর তিনি আরো বেশি সুদক্ষ হয়ে উঠেছেন এবং মাদকব্যবসায়ীদের নিকট ত্রাশ হিসেবে পরিগণিত হয়েছেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here