খবর৭১: আগামী ১৩ এপ্রিল (পহেলা বৈশাখ উপলক্ষে) মুক্তি পাচ্ছে দেশের প্রথম সুপারওম্যানের ছবি ‘বিজলী’। ছবি মুক্তির আগে প্রচারণায় নেমেছেন এই নায়িকা। বিজলী ছবিতে ববি শুধু প্রযোজক নন, নায়িকাও।
ববি বলেন, বিজলী ছবিতে রোমান্স, অ্যাকশন, ড্রামা ছাড়াও সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। যেটা একদমই বাংলাদেশের গল্প। কিন্তু স্ট্যান্ডার্ট ওয়ার্ল্ড ওয়াইড। কারণ, দেশের বাইরে মুক্তি দেয়া হবে বিজলী। ছবিটা দেখলেই বোঝা যাবে আসলে বিজলী কেমন মানের ছবি।
এদিকে আগামীতে চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে ববি বলেন, আমাদের এখানে নতুনদের ওয়েলকাম করার প্রবণতাটা কম। যদি ঠিকভাবে ওয়েলকাম করা যেত তবে শিক্ষিত, বনেদী পরিবার থেকে মেয়েরা আরো বেশি চলচ্চিত্রে কাজ করতে আসতো। আমার পরিবারের কেউ চায় না আমি চলচ্চিত্রে কাজ করি, কিন্তু সিনেমা পাগল বলে আমি এখানে কাজ করছি।
উল্লেখ্য, বিজলী পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস যার কর্ণধার ববি নিজেই। ববি ছাড়াও ছবিতে অভিনয় করছেন কলকাতার শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, দিলারা জামান, শিমুল খান ও কলকাতার নায়ক রণবীর।
খবর৭১/এস: