খবর৭১:কিছুদিন আগে চীনা পণ্যের ওপর শুল্ক বসানোর পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ওই পদক্ষেপের পাল্টা জবাব দিয়েছে চীন।
আমদানিকৃত মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে দেশটি।
সোমবার থেকে কার্যকর হওয়া এই শুল্ক প্রায় তিনশত কোটি ডলারের আমদানির ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। এর মধ্যে শুকরের মাংস ও ওয়াইনও রয়েছে।
এ বিষয়ে বেইজিং জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করায় চীনের অনেকে ক্ষতি হয়েছে। সে কারণে চীনের স্বার্থের সুরক্ষা ও ভারসাম্যের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছিল, চীনের অন্যায্য বাণিজ্য প্রথার জন্য মার্কিন কোম্পানগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কারণেই ট্রাম্প প্রশাসন ওই পদক্ষেপ নিয়েছিল।
খবর৭১/জি: