গোপালগঞ্জে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

0
283

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা। দেশের সকল মানুষের কাছে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌঁছে দিতে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ মেলার আয়োজন করে।
রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সোহেল পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা উপস্থিত ছিলেন।
মেলায় সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের ২০টি স্টল বসেছে। এ সব স্টলে মেলায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়া হচ্ছে। মেলা চলবে আগামী সোমবার পর্যন্ত।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here