গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় পানিতে পড়ে এক শিশু ও বিদ্যুৎ স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মান্দ্রা ও গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার আশুতিয়া গ্রামের সেলিম শেখের মেয়ে হামজেলা (৫) তার মামা বাড়ি মান্দ্রা গ্রামে বেড়াতে আসে। সকালে সে অন্য শিশুদের সাথে খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক জানান, উপজেলার গচাপাড়া গ্রামের আওলাদ শেখ (৫৫) তার নিজ বাড়িতে বসে চা খাওয়ার জন্য বৈদ্যুতিক হিটারে পানি গরম করছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন আওলাদ। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর ৭১/ই: