শেরপুর থেকে আবু হানিফ :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। ১ এপ্রিল দুপুরে শেরপুর নিউমার্কেট এলাকা থেকে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফজুলল হক লাভলু, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম শিপন, সাইফুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক সফিকুল ইসলাম মাসুদ, জিতেন্দ্র মজুমদার, স্বেচ্ছাসেবক দলের রুমী, জিয়া ও ময়না প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় এক বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, বর্তমান সরকার বিএনপির জনসমর্থন দেখে ভয় পেয়েছে। তাই আমাদের নেত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রেখেছে। তারা দেশনেত্রীকে মুক্তি পেতে দিচ্ছেনা। সরকার প্রভাব খাটিয়ে তার মুক্তিকে বাধাগ্রস্থ করছে। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই এ সরকারের শেষ রক্ষা হবে না।
খবর ৭১/ ই: