স্বপন বিশ্বাস মাগুরা
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া এলাকায় রবিবার সকাল সাড়ে ১২টার দিকে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ২ মটরসাইকেল আরোহি নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। অন্যদিকে ভোররাতে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ট্রাক দূর্ঘটনায় ৩ জন আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার ছয়রুদ্দীন আহমেদ জানান- মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া এলাকায় ট্রলির ধাক্কায় মটরসাইকেল আরোহী ৩ যুবক হতাহত হয়েছে। এর মধ্যে একই উপজেলার ফলশিয়া গ্রামের জাফর শেখের পুত্র নুর ইসলাম (২৫) ঘটনাস্থলে এবং হাটবাড়িয়া গ্রামের চান মিয়ার পুত্র ইব্রাহিম হোসেন (২৬) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর যুবক মিলন (২২)কে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, রোববার ভোররাতে সদরের বেলনগর এলাকায় ট্রাক দূর্ঘটনায় আহত সাতক্ষীরা দেবহাটার আব্দুর রহমান, লিটন ও সজিব গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
খবর ৭১/ ই: