তালায় ৫ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা : থানায় মামলা

0
346

তালা(সাতক্ষীরা প্রতিনিধি) :
তালায় ৫ম শ্রেনীর এক ছাত্রীকে (১১) ধর্ষনের চেষ্টার অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক যুবকের নামে মামলা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ( ১০) ধারায় ধর্ষনের চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন।

পুলিশসুত্রে জানাযায়, সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে শনিবার (৩১মার্চ) দুপুরে স্কুলে টিফিনের সময় স্কুল থেকে ফুসলিয়ে পাশের একটি বাঁশ বাগানে ডেকে নিয়ে যায় শাহপুর গ্রামের শহর আলী পুত্র সিরাজুল (১৮) ।

এসময় ঐ ছাত্রীকে ধর্ষন করার চেষ্টা করে লম্পট সিরাজুল । মেয়েটি চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে এলে সিরাজুল মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। এঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-০১/০৪/১৮ ইং।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে । ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here