খবর৭১:এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা ইউনিয়নের উকিলপাড়া এলাকা থেকে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে একটি নারী নির্যাতন মামলায় একই পরিবারের ৪জনকে আটক করেতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। আটককৃতরা হলেন নলধা উকিলপাড়া গ্রামের আকবর আলী শেখ, তার স্ত্রী তাসলিমা বেগম, দুই পুত্র আকতার শেখ ও সাজ্জাদ শেখ। পুলিশ জানায়, আকবর শেখের এক পুত্রবধূ কর্তৃক দায়ের করা একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাদেরকে আটক করেছে পুলিশ। মামলা নং-মাদারীপুর ৪৮৫/১৭ইং।
খবর৭১/জি: