গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৬

0
319

খবর ৭১: গোপালগঞ্জের মকসুদপুরে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (০১ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস বরইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত হন অন্তত ৩০ জন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here