খবর ৭১: গোপালগঞ্জের মকসুদপুরে বাস খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার (০১ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস বরইতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আহত হন অন্তত ৩০ জন।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।