খবর৭১: ঢাকা, ময়মনসিংহ,চট্রগ্রাম,বরিশাল রাজশাহীও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড়ো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
গতকাল (শনিবার) সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলা ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বগুড়া ৩৩ মিলিমিটার। আজ (রোববার) ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ১৪ মিনিটে।
খবর৭১/জি: