মাদারীপুর প্রতিনিধি:
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ শনিবার জেলার কালকিনি থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার কালকিনি ধানাধীন আন্ডারচর সাকিনস্থ জনৈক মোদাচ্ছের শিকদার এর বসত বাড়ীর সন্নিকটে একজন ব্যক্তি বিস্ফোরক জাতীয় পদার্থ মজুদ রেখেছে। সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এডি মোঃ হাছান আলী এর নেতৃত্বে দুপুরে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ০১ জন সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাদের নাম মোঃ আনোয়ার শিকদার (৩২), পিতাঃ মৃত আলাল শিকদার, সাং-আন্ডারচর, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামীদের দেখানো ও বাহির করিয়া দেওয়ামতে উক্ত স্থান হতে ১১টি তাঁজা ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আনোয়ার আরও স্বীকার করে যে, উদ্ধারকৃত তাঁজা ককটেল নাশকতার উদ্দেশ্যে মজুদ রেখেছে। ধৃত আসামীর বিরুদ্ধে র্যাবের ডিএডি শেখ মোফাচ্ছেল হক বাদী হয়ে মাদারীপুর জেলার কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
খবর ৭১/ ই: