আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত চার দিকে ২ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা রয়েছেন।
জানা যায়, শনিবার হাসপাতালে ৪৫ জন রোগী ভর্তি ছিলেন। আক্রান্তদের মধ্যে পৌর এলাকার ডেভিড কোং পাড়া ও সরকার পাড়ার অধিবাসীর সংখ্যা বেশি। উক্ত হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসি সাহা জানান, গত ২৮ মার্চ থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসতে শুরু করেন। এ পর্যন্ত ১’শ ৭৫ জন রোগী ডায়রিয়া বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বহির্বিভাগ থেকেও কিছু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। তিনি জানান, বাসি পঁচা খাবার গ্রহণ বা খাবার পানি থেকে ডায়রিয়া আক্রান্ত হবার ঘটনা ঘটতে পারে। সাধারণত এক দিনের চিকিৎসাতেই আক্রান্তরা সুস্থ্য হচ্ছেন। ডায়রিয়া বিভাগের শয্যা সংখ্যা ২০টি হলেও এখন দ্বিগুণের বেশি রোগী থাকায় তাদের হাসপাতালের বারান্দা, সিঁড়িসহ বিভিন্ন স্থানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ঔষধ, স্যালাইন বা অন্যান্য উপকরণের কোন অভাব নেই।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এসআই এম শাহীন জানান, আক্রান্তদের মধ্যে বয়স্ক নারী-পুরুষ ছাড়াও শিশু ও রয়েছে।
খবর ৭১/ ই: