লোহাগড়ায় শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

0
559

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার ২৩তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সংগঠনের সভাপতি সিকদার আঃ জলিল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নড়াইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডঃ সৈয়দ আইয়ুব আলী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পি,পি এ্যাডঃ ইমদাদুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, জেলা পরিষদের সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজুরুল করিম মুন, জেলা আওয়ামীলীগ নেতা সিকদার আজাদ রহমান, লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বণি আমিন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, অধ্যক্ষ রওশন আলী, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, শিক্ষক মুন্সী মুস্তাফিজুর রহমান, কাজী মহিউদ্দিন, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজ বা দেশ গঠনের কারিগর শিক্ষকদের পাশে সবসময় থাকবো। বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষকদের উন্নয়নে সবরকম সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে প্রদান করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছিল।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here