দুর্নীতির ছদ্মনাম আওয়ামী লীগ : রিজভী

0
349

খবর৭১: রিজার্ভ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকে একজন ক্ষমতাধর ব্যক্তি জড়িত রয়েছেন উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের নেই।

তিনি বলেন, ‘বাংলাদেশ নামক স্টেটের ওপরে সুপারস্টেট কার্যকর আছে বলেই জনগণের টাকা হাওয়ায় মিলিয়ে যায়। তাদের ঘাঁটালে নাকি সরকারের গদিও নড়ে যাবে। আসলে দুর্নীতিরই ছদ্মনাম আওয়ামী লীগ।’

আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘এই সুপারস্টেট কারা, তা জনগণ জানে। আওয়ামী লীগ যত দিন ক্ষমতায় থাকবে, দেশের ফাঁড়া তত দিন কাটবে না।’

রিজভী বলেন, ‘রিজার্ভ চুরির ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। বিশ্বের সর্ববৃহৎ রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশের কাছাকাছি পৌঁছেছে বলে এফবিআই জানিয়েছে। দলের পক্ষ থেকে আমরা যে অভিযোগ করেছিলাম, সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে।’

রিজভী আরও বলেন, ‘বিশ্বের ইতিহাসে এত বড় ব্যাংক ডাকাতির ঘটনার তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এত বছর ধরে আটকিয়ে রেখেছেন, এফবিআইয়ের রিপোর্টে সেটি এখন পরিষ্কার। আওয়ামী ক্ষমতাসীনরা সাধারণ মানুষের টাকা চুরির উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়নই করেনি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খায়রুল কবির, রুহুল কুদ্দুছ তালুকদার, আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here