তালায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

0
320

সেলিম হায়দার :
“বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই শ্লোগান সামনে রেখে শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরার তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল “আইনের কঠোরতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ৪ জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তাদের যুক্তি তর্ক তুলে ধরেন। তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিউ উদ্দীন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কলেজের শিক্ষক বিদ্যাসাগর সরকার, মিন্টু রানী সাহা এবং ভৈরব চন্দ্র দাশ। প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষের দল এবং সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা টুম্পা খাতুন। এ সময় প্রতিযোগিতায় অংগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের সকল সদস্যদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here