মাগুরা প্রতিনিধি: মাগুরায় শিলা বৃষ্টি ঝড়ে গতকাল বিকালে আকরাম হোসেন(৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক আকরাম হোসেন মাগুরা সদর উপজেলার পলিতা বেরইল ইউনিয়নের গহর ডাঙ্গা গ্রামের মৃত মদন মোল্যার ছেলে। এছাড়া শিলা বৃষ্টি ঝড়ে সদরের বিভিন্ন গ্রামের নারীসহ ৯জন আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকতা আবু সুফিয়ান জানান, গতকাল বিকালে মাগুরা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শিলা বৃষ্টি ঝড়ে সদরের বিভিন্ন গ্রামে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এই শিলা বৃষ্টি ঝড়ে সদরের পলিতা বেরইল ইউনিয়নের আকরাম হোসেন (৫০) নামের ১কৃষক নিহত হয়েছে। তিনি বিকালে তার নিজ ধান ক্ষেতে কাজ করছিলেন। এসময় ঝড়সহ শিলা বৃিষ্ট শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ি ফেরার পথে শিলা বৃষ্টিতে আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।
অপরদিকে, শিলা বৃষ্টি ঝড়ে সদরের জগদলের রূপাটি গ্রামসহ বিভিন্ন গ্রামের নারীসহ ৯জন আহত হয়েছে। আহতরা হল আলিম(২৫), সুজন(২০), খোকন(২২), লিমা (১৫), মনিরা(২৫) সাহাবুদ্দিন(৬০), আবু হুরাইরা (১৬) জেসমিন (২০) ও রাকিব(১০)। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর৭১/এস: