জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
ঐতিহাসিক ‘যশোর রোডের’ গাছ রক্ষার সুপারিশ করেছে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৩ মার্চ সংসদীয় সাব-কমিটির সদস্যরা যশোর ও ভারতের বনগাঁয় ‘যশোর
রোডের’ বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করেন। সে দিন তারা বেনাপোল ও
যশোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথাও বলেন। তবে এই সাব-কমিটি
তখন নিজেদের কোনো মতামত প্রকাশ করেনি। শুধু দ্বিধাবিভক্ত যশোরের মানুষের
ভিন্ন ভিন্ন মতামত শুনেছে।
বুধবার অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটি এই বিষয়ে নিজেদের সুপারিশ প্রণয়ন
করে। এতে গাছ না কেটে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক প্রশস্ত করার কথা বলা
হয়েছে।
কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সদস্য সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান),
রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা
উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে ‘যশোর রোড উন্নয়ন ও গাছ রক্ষা
সমন্বয় কমিটি’ সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলন থেকে আন্দোলনের
সংগঠকরা ‘যশোর রোডের’ গাছ রক্ষার দাবি পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি,
সদস্য-সচিব জিল্লুর রহমান ভিটু, উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, অ্যাডভোকেট
মাহবুব আলম বাচ্চু, অনিল বিশ্বাস, জাকির হোসেন হবি, হারুন অর রশিদ,
অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, অ্যাডভোকেট
চুন্নু সিদ্দিকী, যোগেশ দত্ত, অনুপকুমার পিন্টু, তরিকুল ইসলাম তারু, শেখ
আলাউদ্দিন, সুকান্ত দাস প্রমুখ।
খবর ৭১/ইঃ