মায়ের সঙ্গে বেয়াদবি, শাসন করায় বাবা খুন

0
308

খবর৭১: যশোরের ঝিকরগাছায় মায়ের সঙ্গে বেয়াদবি করার সময় শাসন করায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা বাবর আলী (৭০)।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের গদখালী গ্রামের মাঠুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছেলে আনোয়ারুলকে (৪০) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, আনোয়ারুল ইসলাম মাদকাসক্ত। বুধবার রাতেও তিনি নেশা করে বাড়ি ফেরেন। এ সময় ভিন্ন একটি বিষয় নিয়ে তিনি মায়ের সঙ্গে কথাকাটাকাটি করে বেয়াদবি করছিলেন। একপর্যায়ে তার বাবা বাবর আলী শাসন করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আনোয়ারুল।

এ প্রসঙ্গে ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মাসুদ করিম জানান, মাদকাসক্ত ছেলে আনোয়ারুল ইসলাম মায়ের সঙ্গে বেয়াদবি করছিল। তার বাবা প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে হত্যা করে ছেলে।

এলাকাবাসীর সহযোগিতায় আনোয়ারুল ইসলামকে আটক করা হয়েছে। সকালে লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here