কলেজ ছাত্রীকে উত্যক্ত, ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩৫

0
445

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে দু’গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৮ মার্চ) রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা ও হরিষপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত আনোয়ার মিয়া, রাকিব উদ্দিন, বতুল্লা মিয়াসহ ৫জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা গ্রামের আবু হেনা দৌলত মিয়ার মেয়ে ছাতক ডিগ্রী কলেজের ছাত্রী ক্লাস শেষে বুধবার বিকেলে বাড়ী ফিরছিল। এ সময় পথিমধ্যে পার্শ্ববর্তী হরিষপুর গ্রামের বতুল্লা মিয়ার ছেলে হোসাইন আহমদ ওই কলেজ ছাত্রীকে উত্যক্ত করে। এ ঘটনার জের ধরে গ্রামের রাস্তায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর সন্ধ্যায় দু’পক্ষ দেশীয় লাঠিসোটা-ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় আধ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫জন আহত হয়।
এর মধ্যে ৫জনকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এছাড়াও ইউনুছ আলী, নজির আলী, মোতালিব মিয়া, ফরিদ মিয়া, সমুজ আলী, রাসেল আহমদ, হালিমা বেগম, হোসেন মিয়া, জুনেদ আহমদ, আলমগীর হোসেন, জুবেদ আলী, রহিমা বেগম, আবেদীন মিয়া, গফুর মিয়াসহ অন্য আহতদের ছাতক উপজেলা হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় মুরব্বীদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। বিষয়টি সমাধানে স্থানীয় মুরব্বীরা আপোষ-নিষ্পত্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here