আকতারুজ্জামান নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৯শ, গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রেলগেট বাইপাস মোড়ে রহিম টেলিকমে অভিযান চালিয়ে ১ কেজি ৯ শত গ্রাম মসলার প্যাকেটে মোড়ানো অবস্থায় মোঃ রিপন (২০) নামের এক যুবক কে আটক করে আটককৃত রিপন রেলগেট মাটিকাটা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে।রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আতাউর রহমান ও সহকারি পরিদর্শক (এসআই) মেহেদী হাসান এর নেতৃত্ব একটি দল গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন কে সাথে নিয়ে রেলগেট বাইপাস মোড়ের রাহিম টেলিকম নামের এক মোবাইল দোকানে তল্লাশি শুরু করে।এ সময় মোবাইল ব্যাটারির বড় প্যাকেটে অভিনয় কায়দায় রাখা ভারতীয় মসলার প্যাকেটে মোড়ানো প্রতি প্যাকেটে ১ শত গ্রাম ওজনের ১৯ টি প্যাকেটে হেরোইন উদ্ধার করে।এসময় মোবাইল দোকানে বসে থাকা মোঃ রিপন নামের এক যুবক কে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রিপন বলেন, ‘এই দোকান আমার না। আমি মাঝে মধ্যে বসি। এটি সহারাগাছি গ্রামের আফজালের ছেলে মোঃ জসিম উদ্দীনের এর দোকান।’জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান হেরোইন উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবক রিপন কে জেলা গোয়েন্দা কার্যালয়ে জিঞ্জাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোদাগাড়ী থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।স্থানীয় সূত্রে জানাযায়, গোয়েন্দা পুলিশের তল্লাশী উপস্থিতি টের পেয়ে রাহিম টেলিকমের মালিক জসিম উদ্দীন পালিয়ে যায়।জসিম মাটিকাটা ৬ নং ওয়ার্ড সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাদক সম্রাট সেতাবুর রহমান বাবু মেম্বারের ফুফাতো ভাই ও পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের হোতা নয়ন ডাক্তারের ভাগ্নে। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) আলতাব হোসেন বলেন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ গোদাগাড়ীতে মাদকের অভিযান নিশ্চিত করে বলেন, সকলের সহাযোগিতায় মাদকের বিরুদ্ধে বড় অভিযান চালাতে চাই। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই বলে মন্তব্য করেন।
খবর ৭১/ ই: