হজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষককে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানা গেছে, শাহজাদপুর উপজেলার পোরজনা ইউপির ষোষপাড়া গ্রামে গত ১৭ মার্চ সকাল ৭ টায় জাহানারা (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোরী একা পেয়ে একই এলাকার মৃত আজাহার আলীর পুত্র লম্পট আশরাফ আলী(৪৫) ধর্ষণ করে।
এ ব্যাপারে ধর্ষিতার মা কোহিনুর বেগম বাদী হয়ে গত ২৭ মার্চ শাহজাদপুর থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
পরে অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়ার নির্দেশে গতকাল মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি(তদন্ত) রাকিবুল হুদার নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে ধর্ষক আশরাফকে গ্রেফতার করেছে।
খবর ৭১/ইঃ