ইবি ছাত্রমৈত্রীর ১৩ তম সম্মেলন অনুষ্ঠিত

0
368

রুমি নোমান ইবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ছাত্রমৈত্রী ইবি শাখার আহবায়ক মোরশেদ হাবিবের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড নুর আহমদ বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুত্তালিব জুয়েল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক খান শশি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোছা: সারমিন আক্তার সুমী।
সম্মেলন শেষে আল ফিক্হ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোরশেদ হাবিবকে সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here