প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার সব ব্যবস্থা নিয়েছে :শিক্ষামন্ত্রী

0
373

খবর ৭১ঃ উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা নকলমুক্ত রাখতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকারের পক্ষ থেকে কার্যকর সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া পরীক্ষার দুদিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামী ২ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা।

শিক্ষামন্ত্রী বলেন,`এই পরীক্ষাকে নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষার দুদিন আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এসব কোচিং সেন্টার অবৈধভাবে চলছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোর কোনো আইনগত ভিত্তি নেই।‘

সম্মেলনে আরও জানানো হয়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।  গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ২৭ হাজার ৭৭১ জন। এই বৃদ্ধির হার শতকরা ১০ দশমিক ৭৯ শতাংশ। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭৯টি, শিক্ষাকেন্দ্র বেড়েছে ৪৪টি।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here