গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী মোড়ে একটি খাবার হোটেলে খাবার বিল না দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় তিন জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে চৌরঙ্গী মোড়স্থ নিউ বিরানী হাউজে মানিকদাহ গ্রামের ওলি মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৩) একটি মেয়েকে নিয়ে প্রবেশ করে। এ সময় হোটেল কতৃপক্ষ খাওয়ার অর্ডার দিতে বললে সে একপ্লেট বিরানী ও একটি কোমল পানীয়র অর্ডার দেয়। কিছুক্ষন পরে খাবার খেয়ে বাইরে যাওয়ার সময় হোটেল কর্তপক্ষ বিল চাইলে সে প্রথমে অকথ্য ভাষায় গালিগাল করে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
এর কিছুক্ষন পরে প্রায় ৭/৮ জনের একটি দল হাতুড়ি, রামদা নিয়ে রুবেল ওই হোটেলের মালিকসহ কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা হোটেল কর্মচারী হাফিজ সিকদার কে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ ছাড়াও হোটেল মালিক এনামুল কবির টিটু, হোটেল কর্মচারী টিটু মোল্লাকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।
খবর৭১/এস: