দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে এক র্যালি বের হয়ে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদ পারভেজ, উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি সুজ্জাত আলী, শাপলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীনুর রহমান, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, সদস্য অসীম কুমার দাস, আইযুব হোসেন প্রমুখ।
খবর৭১/এস: