উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ :
নড়াইলের ২টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এমএম আরাফাত হোসেন এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার দায়ে নড়াইলের নোয়াগ্রাম ইউনিয়নের সুপার ব্রিক্সকে ১৫ হাজার টাকা এবং নড়াইলের শালনগর ইউনিয়নের মোল্যা ব্রিক্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, উপজেলার কোন ইটভাটা অবৈধ ভাবে কাঠ পোড়াতে পারবে না। পরিবেশ বাচাঁও আন্দোলনের অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।।