খবর৭১: চীনের ঘরোয়া মার্কেটে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ বাড়াতে দেশ দুটির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। রোববার ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
বিশ্বের শীর্ষ অর্থনীতির দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার আতঙ্ক ও উত্তেজনার মধ্যে আলোচনার এই খবর জানা গেল।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনা কমিউনিস্ট পার্টির সদস্য ও অর্থনীতিবীদ লিউ হি, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মানকিন, দেশটির বাণিজ্য প্রতিনিধি লাইটহিজার এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, তাদের মধ্যে উৎপাদন, অর্থনৈতিক বিষয়াদিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মেধাস্বত্ব চুরি ও পাচারে উৎসাহ যোগানোর অভিযোগে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে নতুন করে তিনশ কোটি ডলার শুল্ক আরোপের কথা বিবেচনা করছে বেইজিং।
তাদের এই আলোচনা যদি ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্রের ১২৮টি পণ্যের ওপর চীন এই শুল্ক আরোপ করবে।
ফক্স নিউজকে মানকিন বলেন, একটি ন্যায়সঙ্গত বাণিজ্য ব্যবস্থার জন্য একটি চুক্তি পৌঁছাতে আমরা কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমি সচেতনভাবে আশাবাদী। যদি তা না হয়, তবে এই শুল্ক আরোপের মধ্য দিয়েই আমাদের যেতে হবে।
আলোচনা অব্যাহত রাখতে মানকিন চীন সফরেও যেতে পারেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
খবর৭১/জি: