খবর ৭১: সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ মার্চ) রাজধানীতে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সন্মুখে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক প্রদানের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সন্মুখে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
পরে দলীয় সভানেত্রী হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে আবারও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এসময়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধ মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।