সাজু সরকার কুমিল্লা প্রতিনিধি:
শনিবার রাতে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী মনির হোসেন (৪৮) কে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ২৪ মার্চ শনিবার আনুমানিক রাত নয়টায় , ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দ শুনে নিহতের ছেলে মুক্তার হোসেন নাঈম সহ আত্মীয় স্বজন তাকে উদ্বার করে রাত পৌনে ১০ টায় দাউদকান্দি গৌরীপুর সরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার সাথে সাথে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন দাউদকান্দি মডেল থানা, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও তিতাস থানার আইন-শৃঙ্খলা বাহিনী । প্রাথমিক ভাবে হত্যা সম্পর্কে নিহতের পরিবার ও আইন-শৃঙ্খলা বাহিনী কিছু জানাতে পারেনি।
খবর ৭১/ ই: